আরও একবার মর্মান্তিক নারী-নির্যাতনের সাক্ষী রইল বিজেপিশাসিত উত্তরপ্রদেশ। এবার ক্যাম্পাসে ঢুকে হোস্টেলের সামনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল ৩ জনের বিরুদ্ধে। যার জেরে উত্তাল আইআইটি-বিএইচইউ। এক বন্ধুর সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন তরুণী। সেই সময়ে বাইক নিয়ে আসে তিন যুবক। বন্ধুর থেকে আলাদা করে দূরে সরিয়ে নিয়ে গিয়ে ওই ছাত্রীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, তাঁকে নগ্ন করে সেই দৃশ্য ভিডিও রেকর্ড করা হয়। তোলা হয় ছবিও। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালযয়ের ওই নিগৃহীত ছাত্রী জানিয়েছেন, তিনি কারমান বাবা মন্দিরের সামনে এই বন্ধুর সঙ্গে হাঁটছিলেন। সেই সময় ওই ৩ যুবক বাইকে চড়ে আসে। জোর করে টানতে টানতে একটি ফাঁকা জায়গায় ছাত্রীটিকে নিয়ে যায় তারা।
এরপর নগ্ন করে সেই ছাত্রীর শ্লীলতাহানি করা হয়। ১৫ মিনিট ধরে চলে নির্যাতন। অত্যাচারের ছবি এবং ভিডিও রেকর্ড করে রাখা হয় মোবাইলে। তারপর তাঁর মোবাইল নম্বর নিয়ে তাঁকে ছেড়ে দেয় অভিযুক্তরা। এই ঘটনার পরেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। তাঁর বয়ানের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ধারা অনুযায়ী মামলা রুজু করে পুলিশ। তদন্তকারীরা অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছেন। স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাজপুতানা হস্টেলের সামনে শয়ে শয়ে পড়ুয়া জমায়েত করে প্রতিবাদ করতে শুরু করেন। পড়ুয়াদের অভিযোগ, বহিরাগত লোকজন এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। ক্যাম্পাসে যাতে বাইরের লোক না ঢুকতে পারে, তার ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের কাছে আর্জি জানান তাঁরা। ঘটনার ফলে স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে যোগী-প্রশাসন। বিতর্কের ঝড় উঠেছে একাধিক মহলে।