জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি-ইস্যুতে এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাঁর স্পষ্ট বক্তব্য, “পার্সোনাল ক্যাপাসিটিতে যা করেছেন, তাতে দলের ভাবমূর্তির ক্ষতি হবে কেন?” বুধবার তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার দফতরে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান ছিল। এদিন ওই অনুষ্ঠানের শেষে কাকলি ঘোষ দস্তিদার ও বর্তমান খাদ্য মন্ত্রী রথীন ঘোষকে রেশন দুর্নীতি নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। তাঁরা জানতে চান, জ্যোতিপ্রিয়র সঙ্গে বাকিবুর রহমানের যে সম্পর্কের কথা জানা যাচ্ছে, বা মন্ত্রীর যে ধরনের সম্পত্তির হিসাব বেরিয়ে পড়ছে, তাতে তৃণমূলের কোনও ক্ষতি হচ্ছে কিনা?
জবাবে খাদ্য মন্ত্রী রথীন ঘোষকে পাশে নিয়ে কাকলি বলেন,“ওটা ওনার পার্সোনাল ক্যাপাসিটিতে উনি করেছেন। ব্যক্তি জ্যোতিপ্রিয় মল্লিক কী করেছেন, তার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হবে কেন?” পাশাপাশি তিনি জানান, জ্যোতিপ্রিয় এখন জেলার সভাপতি নন। জেলা এখন সাংগঠনিক ভাবে ভাগ করা হয়েছে। বারাসত লোকসভার সাংগঠনিক জেলার তিনি এখন সভাপতি। তবে কাকলি এও বলেন, জ্যোতিপ্রিয় অভিযুক্ত, তিনি দোষী প্রমাণিত হননি। বিচারাধীন বিষয় নিয়ে কোনও মন্তব্য করা ঠিক হবে না বলেই মত তৃণমূল সাংসদের।