লোকসভা ভোটের আগে বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের আয় সংক্রান্ত মামলায় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী ও তাঁর মা তথা কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর কাছে ১০০ কোটি টাকার আয়কর নোটিস পাঠাল আয়কর বিভাগ।
ন্যাশনাল হেরাল্ড মামলায় এমনিতেই বেশ কিছুদিন ধরে অস্বস্তিতে গান্ধী পরিবার। এবার যোগ হল নয়া মাত্রা। রাহুল সোনিয়ার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে তদন্ত শুরু করার অনুমতি পাওয়ার পরই তাদের আয়ের হিসেব খতিয়ে দেখা শুরু করে আয়কর দপ্তর। সেই হিসেবে উঠে এসেছে ২০১১-১২ অর্থবর্ষ কোটি কোটি টাকা রোজগার গোপন করে গিয়েছেন কংগ্রেস সভাপতি এবং ইউপিএ চেয়ারপার্সন। অভিযোগ ২০১১-১২ অর্থবর্ষে রাহুলের রোজগার ছিল ১১৫ কোটি টাকার কাছাকাছি। আর সোনিয়ার রোজগার ছিল ১৫৫ কোটির কিছু বেশি। অথচ, খাতায় কলমে কংগ্রেস সভাপতি নিজের আয় দেখিয়েছিলেন মাত্র ৬৮ লক্ষ টাকা। আয়কর দপ্তরের অভিযোগ, কর ফাঁকি দেওয়ার জন্য বিপুল পরিমাণ রোজগারের এই তথ্য গোপন করে গিয়েছেন রাহুল-সোনিয়ারা।
২০১১-১২ অর্থবর্ষে সনিয়া-রাহুলদের আয়কর তথ্য খতিয়ে দেখার সিদ্ধান্তের বিরুদ্ধে দুই সাংসদ আবেদন করেছিলেন। সেপ্টেম্বর মাসে সেই আবেদন খারিজ করে দেয় দিল্লি হাই কোর্ট। গান্ধীর পরিবারের বিরুদ্ধে তদন্ত করার ক্ষেত্রে বাধা দূর হয় আয়কর দপ্তরের। যদিও, দিল্লি হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করেছেন কংগ্রেস নেতাদের আইনজীবীরা। আয়কর দপ্তরের এই রিপোর্ট এবার সর্বোচ্চ আদালতে পেশ হবে।