পায়ের চোট সারিয়ে বুধবারই ফের নবান্নে এসেছেন তিনি। আর সেদিনই সাংবাদিক বৈঠক থেকে হলদিয়া ডেভলপমেন্ট অথরিটি এবং দিঘা ডেভলপমেন্ট অথরিটির আওতায় জমি বিক্রি নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্তের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দুর নাম মুখে আনেননি। তবে তাঁর কথাতেই স্পষ্ট যে শুভেন্দু তথা অধিকারী পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরুর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, তৃণমূলে থাকাকালীন শুভেন্দু হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ছিলেন। তাঁর বাবা তথা কাঁথির সাংসদ শিশির অধিকারী ছিলেন দিঘা-শঙ্করপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, ‘এবার আমরা কাগজপত্র বের করছি। যাঁরা হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির দায়িত্বে ছিলেন তাঁরা কী কাণ্ড করে রেখেছেন, এবার সব তদন্ত হবে।’