ফের রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষে বিঁধলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়র গ্রেফরি প্রসঙ্গে বলতে এদিন নাম না করে বিরোধী দলনেতাকে নিশানা করেন মমতা। বলেন, “কেঁচো খুঁড়তে গেলে কিন্তু সাপ বার হবে। কাদের ৬০-৭০-৮০টা ট্রলার আছে, কত গাড়ি আছে, ক’টা পেট্রল পাম্প আছে, সে সব আমরা জানি। সব কাগজপত্র বার করছি। এত দিন করিনি। কিন্তু এ বার করছি।”
পাশাপাশি হলদিয়ার প্রসঙ্গও টানেন মমতা। “মন্ত্রী থাকার সময়ে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হিসাবে কত জমি কত টাকায় বিক্রি করেছেন কেউ জানে? এতদিন তো আমরা সেসব খোঁজ নিইনি”, শুভেন্দুকে একহাত নিয়ে বক্তব্য তৃণমূল সুপ্রিমোর।