সামনেই রাজস্থানের বিধানসভা নির্বাচন। আর মরুরাজ্যের বিধানসভা ভোটের ইতিহাস বলছে, প্রতি পাঁচ বছরে সেখানে গদি বদলায়। ১৯৯৮-তে অশোক গেহলট, ২০০৩-এ বসুন্ধরা রাজে সিন্ধিয়া, ২০০৮-এ ফের গেহলট, ২০১৩-এ বসুন্ধরা, ২০১৮-তে ফের গেহলট। সিঁড়ি ভাঙা অঙ্কের নিয়ম অনুযায়ী এবার বিজেপির টার্ন। কিন্তু মুখ্যমন্ত্রী পদপ্রার্থী থেকে তাঁকে যদি সরানো হয়, তাহলে কি রাজঘরানার সিন্ধিয়া বিজেপিকে শান্তিতে জিততে দেবেন?
উঠে গেছে প্রশ্ন। সূত্রের খবর, যদি প্রার্থী হতে না পারেন তাই আগাম নিজের গোষ্ঠীর অন্তত ৯০-৯২ জনকে প্রার্থী করার দাবি জানিয়েছেন বসুন্ধরা। তালিকাও গিয়েছে। আর তাতে মাথার চুল ছেঁড়ার জোগাড় দিল্লির নেতাদের। দাবি পূরণ না হলে বিজেপির কপালে ভোটের আগে আর পরে যে যথেষ্ট দুর্গতি আছে, তা নিশ্চিত জানেন মোদীশাহ-সহ বিজেপির শীর্ষ নেতারা। তাই মরু রাজ্যে এখন পদ্মের কাঁটা যে এখন খোদ বসুন্ধরা, সে কথা বলাই বাহুল্য।