২০১৬ সালে দুর্গাপুজো কার্নিভালের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজয়ার পর একটি দিন ঠিক করা হয় কার্নিভালের জন্য। সেদিন কলকাতা এবং আশেপাশের এলাকার সেরা পুজোর প্রতিমাগুলি শোভাযাত্রা সহকারে রেড রোড দিয়ে নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হয়। গত শুক্রবার রেড রোডে অনুষ্ঠিত হয়েছে এ বছরের পুজো কার্নিভাল। এবার তার সম্প্রচারে বৈষম্যের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। প্রায় ৫৫ দিন পর বুধবার নবান্নে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত ক্ষোভ উগড়ে দিলেন তিনি।
এদিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে বাংলার দুর্গোৎসবের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘পুজোকে কেন্দ্র করে ৩ লক্ষ কর্মসংস্থান হয়েছে। কার্নিভাল খুব ভাল হয়েছে। ব্রিটিশ সংস্থার অনুমান ৭২ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে। এবারের পুজো সব উচ্চতা ছাড়িয়ে গিয়েছে। শহর, জেলার সব পুজো একে অপরকে টেক্কা দিয়েছে।’ তবে কার্নিভালের সম্প্রচার সঠিকভাবে করা হয়নি বলেই দাবি মুখ্যমন্ত্রীর। সে কারণে ক্ষোভপ্রকাশও করেন তিনি।