উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে মোট শূন্যপদ ১৪৩৩৯ টি। তার জন্য আগেই মেধাতালিকা প্রকাশ করেছে এসএসসি। আর পুজো মিটতেই এবার উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের কললেটার দেওয়ার প্রক্রিয়া শুরু হল। মঙ্গলবার সন্ধের পর থেকেই স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইট মারফত এই প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৬ নভেম্বর থেকে স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের মেধাতালিকায় থাকা চাকরি প্রার্থীদের জন্য কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করতে চলেছে। ইতিমধ্যেই কোন বিষয়ে কবে কাউন্সেলিং তার সময়সীমা স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইটে তোলা হয়েছে। আর এবার ওয়েবসাইট মারফত চাকরিপ্রার্থীদের কললেটার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। চাকরিপ্রার্থীদের নাম, রোল নম্বর দেওয়ার পাশাপাশি দিতে হচ্ছে আধার নম্বরও। পাশাপাশি, নতুন করে ছবিও আপলোড করতে হচ্ছে কললেটার পাওয়ার জন্য।
প্রসঙ্গত, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য আসা চাকরি প্রার্থীদের কাউন্সিলিং করলেও রেকমেন্ডেশন লেটার বা সুপারিশপত্র দেওয়া যাবে না। তার বদলে দেওয়া হবে সম্মতিপত্র বা এক্সেপ্টেন্স লেটার। এই কাউন্সেলিং প্রক্রিয়ায় মেধাতালিকায় থাকা চাকরিপ্রার্থীরা নিজেদের পছন্দমতো স্কুল বেছে নিতে পারবেন। কিন্তু আগামী দিনে যখন সুপারিশপত্র দেওয়ার সবুজ সংকেত আসবে তখন যাতে কোনও সমস্যা তৈরি না হয় তার জন্যই এই সম্মতিপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসএসসি। এর একটি প্রতিলিপি থাকবে প্রার্থীর কাছে, অন্যটি থাকবে স্কুল সার্ভিস কমিশনের কাছে। বৈধতা প্রমাণের জন্য প্রার্থীর ও এসএসসির আধিকারিকদের স্বাক্ষর থাকবে। পরবর্তী ক্ষেত্রে এই সম্মতিপত্রের ভিত্তিতেই সুপারিশ পত্র দেবে এসএসসি।