সোমবার এনসিপি বিধায়ক প্রকাশ সোলাঙ্কের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিলেন মারাঠা সংরক্ষণের দাবিতে আন্দোলনকারীরা। বিদ জেলার আরও ২ বিধায়কের বাড়িতে হামলা হয়। আবার, মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্ত স্তব্ধ হয়ে যায় পথ অবরোধ ও রেল রোকোর কারণে। মারাঠা সংরক্ষণ ইস্যুতে বুধবারও উত্তপ্ত মহারাষ্ট্র। গতকাল মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের সঙ্গে টেলিফোনে কথা বলার পর আন্দোলনের মুখ মনোজ জারাঙ্গে পাটিল অনশন প্রত্যাহার করলেও রাজ্যজুড়ে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত। এই পরিস্থিতিতে বুধবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন শিণ্ডে। যদিও ওই বৈঠকে ডাক পাননি উদ্ধব ঠাকরে।
রাজ্য সরকারের এক প্রতিনিধি জানিয়েছেন, বৈঠকে সংরক্ষণ ইস্যুতে বিভিন্ন দলের নেতাদের মতামত জানবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আন্দোলনের নামে হিংসা রুখতে আলোচনা হবে। অন্যদিকে, সোলাপুরে মনোজ জারেঙ্গে পাটিলের সমর্থনে আন্দোলনরত তিন যুবক বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন বলে খবর। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি বুধবার জারাঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন, সরকার উপযুক্ত ব্যবস্থা না নিলে এদিন সন্ধে থেকেই ফের অনশন বসবেন তিনি। সব মিলিয়ে সংরক্ষণ ইস্যুতে বেগতিক পরিস্থিতিতে পড়েছে বিজেপি ও শিণ্ডে-সেনা সরকার।