ইন্ডিয়ানার একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়েছিলেন তিনি। ভালপারাইসো শহরেই থাকছিলেন। সেখানেই একটি জিমে যেতেন নিয়মিত। আর সেখানেই ছুরির কোপ খেয়ে ফোর্ট ওয়েইন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ভারতীয় ছাত্র বরুন। তাঁর বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছেন ডাক্তাররা। কী কারণে তাঁকে ছুরি মারা হল তা বুঝতেই পারছেন না ২৪ বছরের ওই তরুণ।
পুলিশকে জানিয়েছেন, জিমের ভেতরে তাঁকে পরপর ছুরির কোপ বসায় একজন। তাঁকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকিও দিয়েছিলেন তিনি। বরুণ আরও জানিয়েছেন, ওই জিমের কয়েকজন ভারতীয় বলে তাঁকে অনেকবার কটাক্ষ করেছেন। গায়ের রঙ নিয়েও নানা কটূক্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আততায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার নাম জর্ডান অ্যাড্রাড। খুনের চেষ্টার পরেও তার হাবভাবে বিন্দুমাত্র বদল আসেনি। এমনকী তিনি ঠিক করেছেন বলেও জানিয়েছেন পুলিশকে।