ভিন দল থেকে উড়ে এসে জুড়ে বসে বিরোধী দলনেতা হয়ে যাওয়া শুভেন্দু অধিকারীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তাঁর। এখন তিনি বুঝতে পেরেছেন বঙ্গ বিজেপির ক্ষমতাকে কুক্ষিগত করতে চাইছে দলবদলুরা। আর তাই কার্যত চাপে পড়ে সেই দলবদলু বা শুভেন্দু শিবিরকেই সোমবার পরোক্ষে বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বললেন, দলবদলুদের নিয়ে আসা ভুল ছিল। আর যখন তাঁর এই ‘বোধোদয়’ হচ্ছে, তখন আদি-নব্য দ্বন্দ্বে পুড়ছে বঙ্গ বিজেপি।
প্রসঙ্গত, যত দিন যাচ্ছে বঙ্গের গেরুয়া শিবিরে ততই কোন্দল বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিক্ষোভ। এরই মধ্যে দলের রাজ্য সভাপতির বার্তা রীতিমতো চাঞ্চল্য ফেলে দিল গেরুয়া শিবিরে। একুশের ভোটের আগে যোগদান মেলা করে পার্টির দরজা যেভাবে খুলে দেওয়া হয়েছিল, সেটা যে বুমেরাং হয়েছে, তাতে যে আদতে দলের ক্ষতি হয়েছে তা কার্যত মেনে নিলেন সুকান্ত। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘একুশে তৃণমূলের দাগিদের নিয়ে আমাদের হাত পুড়েছে। আমরা ঠেকে শিখেছি।’ আদি-নব্য দ্বন্দ্বের মধ্যে শুভেন্দুর দিকেই এই ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।