জাতিবিদ্বেষের আগুন এখনও জ্বলছে বিজেপিশাসিত মণিপুরে। ফের ঘটল হিংসাত্মক ঘটনা। জঙ্গিদের গুলিতে মৃত্যু হল এক পুলিশ আধিকারিকের। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।অপরাধীদের খুঁজে দ্রুত শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। পিটিআই সূত্রে খবর, মঙ্গলবার সকালে মণিপুরের সীমান্তবর্তী মোরেহ শহরে ঘটনাটি ঘটে। মৃত চিংথাম আনন্দ মোরেহর সাব ডিভিশনাল অফিসার পদে কর্মরত ছিলেন। এদিন চিংথাম শহরের উত্তরাঞ্চলে নির্মীয়মাণ হেলিপ্যাড পরিদর্শনে গিয়েছিলেন। সেই সময় তাঁর উপর হামলা করে আততায়ীরা। গুলি করে করা হয় তাঁকে। আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। দুষ্কৃতীদের খুঁজতে ইতিমধ্যেই পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে।
ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “ঘটনার কথা শুনে আমি মর্মাহত। আজ সকালে ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে এসডিপিও চিংথাম আনন্দকে। তাঁর কাজের প্রতি নিষ্ঠা ও সাধারণ মানুষকে রক্ষা করার প্রচেষ্টা চির স্মরণীয় হয়ে থাকবে। অপরাধীরা উচিত শাস্তি পাবে।” উল্লেখ্য, কয়েকদিন আগেই মণিপুরে শান্তি ফিরছে বলে দাবি করেছিল বীরেন সিংয়ের সরকার। কিন্তু বাস্তব চিত্র পুরোটাই বিপরীত। সেপ্টেম্বর মাসেই নিজের বাড়ি থেকে অপহরণ করা হয় থাংথাং কম নামে এক সেনাকর্মীকে। মাথায় গুলি করে খুন করা তাঁকে। গত ছয় মাস ধরে কুকি-মেতেই গোষ্ঠী হিংসায় উত্তপ্ত উত্তর-পূর্বের এই রাজ্য। আতঙ্ক দিন কাটাচ্ছেন বাসিন্দারা।