দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি। এর ফলে বর্তমানে রাজনীতি থেকে রয়েছেন অনেক দূরে। এরই মধ্যে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মুকুল রায়ের একটি ছবি। যা দেখে জের চর্চা চলছে। এই পরিস্থিতিতে বাবার ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেম মুকুলপুত্র শুভ্রাংশু রায়। জানালেন বাবার বর্তমান পরিস্থিতি। শুভ্রাংশু বলেন, ‘বাবার শরীর যেমনটা ছিল তেমনই আছে। সোশ্যাল মিডিয়ায় বাবার একটি ছবি পোস্ট করে যেটা রটানো হচ্ছিল সেই রকম কোনও বিষয় নেই।’ চিকিৎসা চলছে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে, সোমবারই মুকুলের কাঁচরাপাড়ার বাড়িতে বিজয়া করতে যান মন্ত্রী পার্থ ভৌমিক। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক সুবোধ অধিকারী। প্রবীণ নেতার শরীরের খোঁজ নেন তাঁরা। কথা বলেন ছেলে শুভ্রাংশু রায়ের সঙ্গে। এর পর পর বেরিয়ে মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, ‘প্রতিবছরের মতোই এবছরও মুকুলদাকে বিজয়ার প্রণাম করতে এসেছিলাম। ছেলে শুভ্রাংশু মুকুলদার চিকিৎসার যাবতীয় বিষয় দেখভাল করছে। ডাক্তার ঠিকঠাক চিকিৎসা করছেন। আমার ধারণা উনি ভাল আছেন, চিন্তা করার কিছু নেই।’