অভাবনীয় নৃশংসতার সাক্ষী রইল বিহার। দোকান থেকে বিস্কুট-চিপস, চুরি অভিযোগে চার কিশোরকে বেঁধে গণপিটুনি দেওয়া হল! ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইতে। খবর পেয়েই পুলিশ গিয়ে চার কিশোরকে উদ্ধার করে। ইতিমধ্যেই এই মারধরের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। তবে এই ভিডিও আপলোড হওয়া নিয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ। বিহার পুলিশ সূত্রে খবর, দোকান থেকে চিপস ও বিস্কুটের কয়েকটি প্যাকেট চুরি করেছিল চার কিশোর। তবে দোকানের মালিকের হাতে ধরা পড়ে যায় তারা। চুরির শাস্তি দিতে দোকানের সামনেই জড়ো হয়ে যায় গ্রামবাসীরা। চার কিশোরের হাত খুঁটিতে বেঁধে বেধড়ক গণপিটুনি দেওয়া হয়। নেটমাধ্যমে সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে।
এরপর খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উন্মত্ত জনতার হাত থেকে কোনওমতে উদ্ধার করা হয় চার কিশোরকে। আপাতত তাদের নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বেগুসরাইয়ের এসপি যোগেন্দ্র কুমার বলেন, “চারজনকে এইভাবে মারধর করে খুব ভুল করেছেন দোকানের মালিক। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়। নাবালকদের বিরুদ্ধে এমন পদক্ষেপ করা গুরুতর অপরাধ।” চার কিশোরের পরিবারকেও বলা হয়েছে, আলাদা করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে। কিন্তু গত ২৮শে অক্টোবর এই ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত চার কিশোরের পরিবার আলাদা করে কোনও অভিযোগ জমা পড়েনি। তবে আবারও পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের বয়ান রেকর্ডের চেষ্টা করবে পুলিশ। দোকান মালিকের কড়া শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন এসপি।