আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এবার তলব করল ইডি। ২ নভেম্বর তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার কেজরিকে ইডির নয়াদিল্লির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। গত বছর আগস্টে দায়ের হওয়া আবগারি মামলার প্রথম এফআইআর-এ দিল্লির মুখ্যমন্ত্রীর নাম না থাকলেও চার্জশিটে কেজরির নাম রয়েছে বলে খবর।
অনেক অভিযুক্তের সঙ্গেই তাঁর যোগ ছিল বলে জানা গিয়েছে। গত এপ্রিলে অবশ্য কেজরিওয়ালকে সিবিআই একবার তলব করেছিল। এবং ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে বলেও নিজেই জানিয়েছিলেন কেজরি। এবার তাঁকে ডাকা হয়েছে ইডির তরফে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দুর্নীতির ‘কিং পিন’ বলে এবার তাঁর গ্রেপ্তারির পালা বলে কটাক্ষ করেছে বিজেপি।
অন্যদিকে, সোমবার সুপ্রিম কোর্টে খারিজ হয়েছে দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। আদালত নির্দেশ দিয়েছে, আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। দিল্লিতে ৩৩৮ কোটি টাকার দুর্নীতির অভিযোগে মণীশ সিসোদিয়ার যোগ যে আংশিকভাবে প্রমাণিত হয়েছে, তাও বলে দেয় সুপ্রিম কোর্ট। সেই কারণ দেখিয়েই খারিজ করা হয়েছে আপ নেতার জামিনের আবেদন। এবার তাঁর বিরুদ্ধে শুরু হবে বিচার প্রক্রিয়া। তবে সূত্রের খবর, এই নির্দেশ পুনর্বিবেচনার জন্য আর্জি জানাতে চলেছে আম আদমি পার্টি।