রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে শেষ হাসি হাসল ম্যান সিটিই। ঘরের মাঠে প্রিমিয়ার লিগের ডার্বিতে হারতে হল রেড ডেভিলসদের। পেপ গুয়ার্দিওলার দলের কাছে ০-৩ গোলে হারল তারা। সিটির হয়ে জোড়া গোল করলেন আর্লিং হালান্ড। আর একটি গোল ফিল ফডেনের। এই জয়ের ফলে লিগের দৌড়ে ভাল ভাবে ফিরে এল সিটি। তারা এই মুহূর্তে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা টটেনহ্যাম হটস্পারের থেকে ২ পয়েন্ট পিছিয়ে তারা। অন্য দিকে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে রয়েছে ম্যান ইউ। তাদের সংগ্রহে রয়েছে ১৫ পয়েন্ট।
প্রসঙ্গত উল্লেখ্য, শেষ আট ডার্বিতে ছ’বার হারতে হয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। রবিবার তাদের প্রথম ধাক্কা দেন হালান্ড। ম্যাচের ২৬ মিনিটের মাথায় রদ্রিকে ফাউল করায় পেনাল্টি পায় সিটি। ঠান্ডা মাথায় গোল করেন হালান্ড। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে শেষ করে সিটি। দ্বিতীয়ার্ধে ম্যান ইউকে আরও সমস্যায় ফেলে সিটি। বের্নার্দো সিলভার ত্রস থেকে হেডে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন হালান্ড। ৮০ মিনিটের মাথায় দলের তৃতীয় গোল করে ফডেন। ম্যান উইয়ের গোলরক্ষক আন্দ্রে ওনানা রদ্রির শট বাঁচালেও ফিরতি বল পান হালান্ড। তাঁর পাস থেকে গোল করেন ফডেন। তখনই কার্যত জয় নিশ্চিত হয়ে যায় সিটির।