বিভিন্ন পুজোমণ্ডপের ভার্চুয়াল উদ্বোধন করার দিনই বাংলার মানুষের কাছে দুর্গাপুজোর দিনগুলিতে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই আর্জিতে রাজ্যবাসী সাড়া দেওয়ায় তাঁদের ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। এবার পুলিশ ও সহকর্মীদেরও কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী। যাঁদের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টা নির্বিঘ্নে কেটেছে পুজোর দিনগুলি। আনন্দের মুহূর্তেও নিজেদের পরিবার ও স্বজনবর্গদের পাশে থাকতে না পারলেও, সাধারণ মানুষের পাশে থেকেছেন যাঁরা।
এদিন নিমেত এক্স হ্যান্ডেলে তাঁদের কৃতজ্ঞতা জানিয়ে মমতা লিখেছেন, ‘অত্যন্ত শান্তিপূর্ণ ও জাঁকজমকপূর্ণভাবে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের দুর্গোৎসব। আমি কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ বাহিনীর সমস্ত অফিসার এবং সদস্যদের ধন্যবাদ জানাই এই দিনগুলিতে নাগরিকদের এবং পুজো আয়োজকদের পাশে থাকার জন্য। তাঁদের অক্লান্ত প্রচেষ্টার জন্য আমি কৃতজ্ঞ। তাঁদের নজরদারি আমাদের উৎসবকে অঘটন-মুক্ত ও সুন্দর করে তুলেছে। আমার সহকর্মীদের সালাম।’ তিনি আরও লিখেছেন, ‘আমি ফায়ার ব্রিগেড অফিসার এবং স্টাফ ও আমার অন্যান্য দুর্যোগ ব্যবস্থাপনা সহকর্মীদেরও ধন্যবাদ জানাই। তাদের ত্রুটিহীন পরিষেবা এই উৎসবকে আরও আনন্দময় করে তুলেছে। দুয়ারে পরিষেবার এই মানসিকতাকে সাধুবাদ জানাই।’