চলতি বছরেই রয়েছে ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচন। আর তার আগে রাজ্যবাসীকে বড় প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার তিনি এই ঘোষণা করেছেন, যে ভোটে জিতলে গরিব মানুষের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করা হবে।
গতকাল ছত্তিশগড়ের রাজানন্দগাঁও ও কাওয়ারদাতে দুটি সভায় অংশ নেন রাহুল। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভূমিহীন কৃষকদের জন্য গ্রামীণ এলাকায় প্রতিবছর ১০ হাজার টাকা করে প্রতি বছর দেওয়া হবে। বর্তমানে তাদের ৭ হাজার টাকা করে দেওয়া হয়। রাহুলের কথায়, কৃষক ও দিনমজুরদের সঙ্গে আমি কথা বলেছি। তাঁরা আমাকে জানিয়েছেন, ৭ হাজার টাকাটা তাঁদের কম হয়ে যাচ্ছে। এরপর গাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা বাড়িয়ে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, ছত্তিশগড় ক্ষমতায় আসার পরের দিন থেকেই কংগ্রেস জাতিগত জনগণনা শুরু করে দেবে। অন্যদিকে, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমাদের গ্যারান্টি। ডঃ খুবচাঁদ বাঘেল হেলথ অ্যাসিস্ট্যান্স স্কিম। সেখানে গরিব মানুষ ১০ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন। বর্তমানে তাঁরা ৫ লাখ টাকা পর্যন্ত বিনা মূল্যে স্বাস্থ্য বিমার সুবিধা পান। অন্যদিকে বর্তমানে যাঁরা ৫০,০০০ টাকা স্বাস্থ্য বিমার সুযোগ পান। তাঁরাই এবার ৫ লাখ টাকা করে স্বাস্থ্য বিমার সুযোগ পাবেন। যদি কংগ্রস ক্ষমতায় আসে আবার।