গত বছরের আইপিএলই শেষ নয়। আগামী ২০২৪ সালের আইপিএলেও খেলতে দেখা যেতে পারে মহেন্দ্র সিংহ ধোনিকে। এবার সেরকমই ইঙ্গিত দিলেন মাহি। একটি অনুষ্ঠানে জানিয়ে দিলেন, এখনও ক্রিকেট থেকে অবসর নেননি তিনি। হাঁটুতে চোট পেলেও তিনি এখন সুস্থ রয়েছেন। তবে আইপিএল খেলবেন কিনা, তা নিয়ে কিছু জানাননি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। প্রসঙ্গত, ২০২৩ সালে আইপিএল জেতার পরে ধোনি জানিয়েছিলেন, চোট সারিয়ে উঠে ভক্তদের জন্য তিনি আরও একটি মরসুম খেলতে চান। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দেন ধোনি। সেখানেই সঞ্চালক তাঁকে প্রশ্ন করেন, “অবসর নেওয়ার পরে আপনি কীভাবে কাটাতে চান?” ধোনি সাফ জানিয়ে দেন, “আমি শুধু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি। তাই আমাকে অবসর নেওয়া ক্রিকেটার বলা যাবে না, সংশোধন করে নেওয়া দরকার।”
মাহির এই কথা শুনেই খুশিতে চিৎকার করে ওঠেন অনুষ্ঠানে উপস্থিত সিএসকে ভক্তরা। তার পরেই ধোনিকে জিজ্ঞাসা করা হয়, তাঁর হাঁটুর চোট কেমন আছে? ক্যাপ্টেন কুল জানান, “সফলভাবেই অস্ত্রোপচার হয়েছে হাঁটুতে। আপাতত রিহ্যাব চলছে। তবে চিকিৎসকরা মনে করছেন নভেম্বর মাস থেকে আমার হাঁটুর অবস্থা ভালো হবে। তবে এখন স্বাভাবিকভাবেই দৈনন্দিন কাজকর্ম করতে পারছি, কোনও সমস্যা নেই।” প্রসঙ্গত, হাঁটুতে চোট নিয়েই ২০২৩ সালের গোটা আইপিএল খেলেছিলেন ধোনি। তাঁর নেতৃত্বেই পঞ্চমবার আইপিএল জেতে চেন্নাই। জয়ের পর ধোনি বলেছিলেন, ভক্তদের জন্যই আরও একটি আইপিএল খেলতে চান তিনি। সেই ঘোষণার পরে এদিন ধোনির মন্তব্যের পর আশাবাদী চেন্নাই ভক্তরা। ফের মাঠে নেমে দলকে নেতৃত্ব দেবেন মাহি, এই আশাতেই বুক বাঁধছেন তাঁরা।