ভারত বনাম ইন্ডিয়া বিতর্কের ঢেউ আছড়ে পড়েছে শিক্ষা ক্ষেত্রে। এই আবহে এনসইআরটি-র প্যানেলের তরফে সম্প্রতি সুপারিশ করা হয়, পাঠ্য বইতে ইন্ডিয়ার বদলে যেন দেশের নাম ‘ভারত’ হিসেবেই লেখা হয় ইংরেজিতে। এই নিয়ে এবার নিজের বক্তব্য জানালেন এনসিইআরটির প্যানেলের প্রধান সিআই আইসাক। তিনি সমাজ বিজ্ঞান কমিটির প্রধান। তাঁর বক্তব্য, ‘বাড়িতে পড়ুয়ারা যা ইচ্ছে বলতেই পারেন (ইন্ডিয়া বা ভারত)।’
তাহলে এই সুপারিশ কেন? জবাবে আইসাক বলেন, ‘আমাদের মানসিকতা ঔপনিবেশিক শিক্ষা দ্বারা প্রভাবিত। এখন এটা একটি নতুন শিক্ষা ব্যবস্থা। নতুন ভাবে পড়াশোনা দরকার। নতুন কিছু দরকার, ঐতিহ্যগত কিছুর আর প্রয়োজন নেই।’
রসঙ্গত, বিগত বেশ কয়েক মাস ধরেই দেশের নাম নিয়ে জোর বিতর্ক চলছে। বিরোধীদের জোটের নামকরণের পর থেকেই ইন্ডিয়া বনাম ভারত বিতর্ক শুরু হয়। এরই মাঝে এবার স্কুলের পাঠ্যবই থেকে ‘ইন্ডিয়া’ মুছে ফেলে তর জায়গায় ‘ভারত’ যুক্ত করার সুপারিশ দেয় ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটি। সংবাদসংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, এনসিইআরটি কমিটির চেয়ারম্যান সিআই আইস্যাক বলেন, ‘স্কুলের পাঠ্যবই থেকে ‘ইন্ডিয়া’র বদলে ‘ভারত’ লেখার সুপারিশ করেছে এনসিইআরটি কমিটি।’ প্রসঙ্গত, বিগত দিনে শিক্ষার গৈরিকীকরণ করা নিয়ে অভিযোগ করে এসেছেন বিরোধীরা। এই আবহে এবার ‘ভারত বনাম ইন্ডিয়া’ বিতর্কের আঁচ গিয়ে পড়ে শিক্ষা ক্ষেত্রে।