মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই নাম না করে ভারতকে বার্তা দিয়েছিলেন মহম্মদ মুইজ্জু। সাফ জানিয়ে দিয়েছিলেন, আইন মেনে মালদ্বীপ থেকে সমস্ত বিদেশি সেনা সরিয়ে দেওয়া হবে।
সামরিক বাহিনীগুলি চায় না তাদের ফেরত পাঠানো হোক। কিন্তু মালদ্বীপের জনগণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। তবে সেই সময়ে ভারতের নাম উল্লেখ করেননি মুইজ্জু। তবে এবার একটি সাক্ষাৎকারে তিনি সরাসরি ভারতের নাম করে বললেন, মালদ্বীপ ছাড়তে হবে ভারতীয় সেনাকে। কারণ পুরোপুরিভাবে স্বাধীন দেশ হিসাবে পরিচিত হতে চায় মালদ্বীপ। উল্লেখ্য, নির্বাচনী প্রচার চলাকালীনই একাধিকবার এই প্রসঙ্গ তুলেছিলেন মুইজ্জু। চিন ঘনিষ্ঠ এই নেতা সাফ জানিয়ে দিয়েছিলেন, মালদ্বীপে ভারতীয় সেনা থাকলে দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন ওঠে।