বাংলাজুড়ে ক্রমশ অনুভূত হচ্ছে শীতের আমেজ। ধীরে ধীরে রাজ্যে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। সেই সূত্রে চলতি সপ্তাহে ২ থেকে ৩ ডিগ্রি কমবে তাপমাত্রা। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু এলাকায় শুক্রবার আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সাইক্লোন হামুন এই মুহূর্তে অনেকটা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলা থেকে অনেকটাই দূরে মিজোরামের কাছে অবস্থান করছে। ফলে এর কোনও প্রভাব পড়বে না বাংলায়। শুক্রবার কলকাতায় রয়েছে দুর্গাপুজোর কার্নিভাল। উৎসবে যোগ দেবে ১০০টিরও বেশি পুজো কমিটি। ফিবারের মতো এবারও কার্নিভালে রেকর্ড সংখ্যক মানুষ অংশ নেবেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, শেষ মুহূর্তে বড়সড় কোনও পরিবর্তন না হলে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং যেভাবে উত্তুরে হাওয়ার দাপট বাড়ছে তাতে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আগামী কয়েক দিনে ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচেও নামতে পারে। ফলে লক্ষ্মীপুজোয় বেশ মনোরম পরিবেশ থাকবে রাজ্যে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে উত্তুরে হাওয়ার সঙ্গেই শীত ঢুকবে বাংলায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনই শীত শীত আমেজ এসেছে। নিম্নগামী হয়েছে দক্ষিণের জেলাগুলির তাপমাত্রাও।