টেলিভিশন চ্যানেলে বিতর্কের অনুষ্ঠান চলাকালীন আচমকাই বাদানুবাদ ও হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই রাজনৈতিক দলের প্রতিনিধি। একটি তেলুগু খবরের চ্যানেলে ঘটেছে এই ঘটনা। সেই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তা দেখে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন রাজনৈতিক নেতারা। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ঘোষণার পর থেকেই উত্তেজনা বেড়েছে তেলেঙ্গানায়। ভোটের মুখে এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার কুথবুল্লাপুরের বিধায়ক বিবেকানন্দ গৌদ। ভারত রাষ্ট্রীয় সমিতির বিধায়ক তিনি।
পাশাপাশি, ওই কেন্দ্রে আসন্ন নির্বাচনে বিজেপি প্রার্থী হয়েছেন শ্রীসাইলান গৌদ। আলোচনা চলতে চলতেই বিবেকানন্দ শ্রীসাইলামের উপর ঝাঁপিয়ে পড়েন। চেপে ধরেন তাঁর গলা। এরপর তড়িঘড়ি পুলিশ এবং অন্যান্যরা গিয়ে তাঁদের থামান। মঞ্চের মধ্যি নেতাদের এই অবস্থা দেখে মঞ্চের নীচে উপস্থিত দর্শকদের মধ্যেও চাঞ্চল্য ও উত্তেজনার সূত্রপাত হয়। দুই নেতার অনুগামীরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ঘটেছে ব্যারিকেড, চেয়ার ভাঙার মতো ঘটনাও।