রাজস্থানের কংগ্রেসি মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভবকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার তাঁকে জয়পুরের ইডি অফিসে হাজির হতে বলা হয়েছে। রাজস্থানে এখন বিধানসভা নির্বাচনের উত্তেজনা চরমে। ২৫ তারিখ রাজ্যে ভোট গ্রহণ। এমন সময় মুখ্যমন্ত্রীর পুত্রকে ইডির তলব নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।
এমনিতেই রাজস্থানে গেহলট সরকারের বিরুদ্ধে দুর্নীতি এবং আইনশৃঙ্খলার অবনতিকে নির্বাচনে ইস্যু করেছে পদ্ম বিজেপি। আসলে গেহলট সরকারের ভাল কাজকে পদ্ম শিবিরও উপেক্ষা করতে পারছে না। নানা সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের কংগ্রেস সরকারের কাজকর্মের প্রশংসা করেছেন। এমনকী বিজেপি ক্ষমতায় এলে ভাল প্রকল্পগুলি চালু রাখা হবে বলেও প্রকাশ্য সভায় কথা দিয়েছেন প্রধানমন্ত্রী।
তবে দুর্নীতি ও আইনশৃঙ্খলা নিয়ে ছেড়ে কথা বলছেন না মোদী। ইতিমধ্যে দু’বার মরুরাজ্যে ভোটের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী এই দুই ইস্যুকে গেহলট সরকারকে নিশানা করেন। ভোটের প্রচারের মধ্যে মুখ্যমন্ত্রীর পুত্রকে ইডির তলব নয়া মাত্রা পেয়েছে। এদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং ডোটাসারার বাড়িতে তল্লাশি শুরু করেছে ইডি। তাদের আর একটি দল গিয়েছে নির্দল বিধায়ক ওমপ্রকাশ হুদলার বাড়িতে।
গেহলট পুত্রকে তলব করা হয়েছে, রাজস্থান ভিত্তিক হসপিটালিটি গ্রুপ ট্রাইটন হোটেলস অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড ইডির সাম্প্রতিক অভিযানের ভিত্তিতে। ওই প্রতিষ্ঠানের মালিক ভার্ধা এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের পরিচালক এবং প্রবর্তক শিব শঙ্কর শর্মা, রতন কান্ত শর্মা এবং অন্যান্যদের জিজ্ঞাসাবাদের পর তলব করা হয়েছে গেহলট পুত্রকে।