বিশ্বরেকর্ড টিকল মাত্র ১৮ দিন! সম্প্রতিই দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপে সব থেকে কম বলে শতরান করার রেকর্ড করেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার এডেন মার্করাম। তার ঠিক ১৮ দিনের মধ্যে একই মাঠেই সেই নজির ভেঙে দিলেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ৪০ বলে শতরান করলেন তিনি। বুধবার শুরুতে খুব একটা আক্রমণাত্মক ছিলেন না ম্যাক্সওয়েল। প্রথম ২০ বলে করেছিলেন ৩৪ রান। পরের ২০ বলে শতরানে পৌঁছে যান। ম্যাক্সওয়েল ইনিংস শেষ করেন ৪৪ বলে ১০৬ রান করে। ন’টি চার এবং আটটি ছক্কা মারেন। তিনিই অস্ট্রেলিয়াকে ৩৯৯ রানে পৌঁছে দেন।
এদিন ইনিংসের পর ম্যাক্সওয়েল বলেন, “ওয়ার্নার এবং ক্যামেরন গ্রিন যখন আউট হয়ে গেল, তখন ঠিক করি শেষ অবধি খেলব। আমি জানতাম শেষ পর্যন্ত থাকলে রান পাবই। নেদারল্যান্ডস প্রথম দিকে বেশ কিছু চার বাঁচিয়ে দেয়। ভাল ফিল্ডিং করছিল ওরা। আউটফিল্ড খুব শক্ত। সেখানে এই ভাবে ফিল্ডিং করা সত্যিই প্রশংসনীয়। আমাদের দ্রুত ওদের প্রথম দিকের ব্যাটারদের আউট করতে হবে। তাহলেই চাপে ফেলতে পারব।” প্রসঙ্গত, এবারের বিশ্বকাপে ব্যাট হাতে সে ভাবে নিজেকে মেলে ধরতে পারছিলেন না ম্যাক্সওয়েল। বল হাতে কার্যকরী হলেও ব্যাট হাতে তাঁকে চেনা ফর্মে দেখা যাচ্ছিল না। তাঁর ব্যাটিং নিয়ে সমালোচনায় সরব হয়েছিলেন অনেকেই। বুধবার সেই সব কিছুর জবাব দিয়ে দিলেন ম্যাক্সওয়েল। তাঁর ফর্মে ফেরা যে অজিদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে, তা বলাই বাহুল্য।