পুজো মিটতেই দ্বাদশী থেকে ফের সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বৃহস্পতিবার সকাল সকাল রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে হানা দিয়েছে তারা৷ এছাড়াও, একযোগে তল্লাশি চালানো হচ্ছে আরও ৭টি জায়গায়৷ তার মধ্যে রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক (পিএ) এবং চার্টার্ড অ্যাকাউন্ট (সিএ)-র বাড়িও৷ এ নিয়ে এবার তীব্র আক্রমণ শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
এদিন বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘আজ আমি বলতে বাধ্য হচ্ছি, জেলায় জেলায় পুজো কার্নিভাল, জেলার সব নেতা মন্ত্রীরা ব্যস্ত, আজ ভোর বেলায় থেকে বিজয়া দশমী করতে গেছে। দেখছে বালুর বাড়ি থেকে রেড করতে গেছে। এটা একটা নোংরা খেলা!’ তিনি এ-ও জানান যে, ‘পুজোর আগে রথীনের বাড়িতে রেড করেছে। যা ইচ্ছা তাই করে যাচ্ছে।’
ফিরহাদ হাকিমের স্ত্রীয়ের কথার প্রসঙ্গ তুলে মমতা বলেন, ‘ববির বউয়ের থেকে শুনেছিলাম ঘিয়ের কৌটো, চিনি কৌটোটাও উল্টে দিচ্ছে। এমনকি ছবি তুলছে কটা শাড়ি আছে, সালোয়ার কামিজ আছে, কটা কসমেটিকস আছে।’ মোদী সরকারের উদ্দেশে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘বিজেপির নেতাদের বাড়িতে তাহলে কেন রেড করা হচ্ছে না? বিজেপির নেতাদের বাড়িতে কেন তল্লাশি নয়?’