ফের বড়সড় বিতর্কের কেন্দ্রে ভারতীয়। আরও একবার প্রশ্নের মুখে পড়ল রাজধানী এক্সপ্রেসের নিরাপত্তা। চলন্ত ট্রেনের মধ্যেই এক নাবালিকা যাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল সহযাত্রীর বিরুদ্ধে। অভিযোগ পেতেই যুবককে গ্রেফতার করল রেল পুলিশ। জানা গিয়েছে, ভুবনেশ্বর থেকে দিল্লীগামী তেজষ রাজধানী এক্সপ্রেসের বুধবার হিজলি থেকে নিজের স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বি থ্রি কোচে ওঠেন দিল্লিতে বেসরকারি সংস্থার এক কর্মী। অভিযোগ, ওই কোচেই সফর করছিলেন অভিযুক্ত ওই যাত্রী। অভিযোগ, টিকিট কনফার্ম না থাকা সত্ত্বেও সে সফর করছিল তেজস রাজধানী এক্সপ্রেসের মতো অভিজাত ট্রেনে। জানা যাচ্ছে, ট্রেন মুঘলসরাই পেরোতেই কোচের যাত্রীরা যখন ঘুমোচ্ছিলেন, সেই সময় উক্ত নাবালিকা মেয়ের সিটে গিয়ে তাকে যৌন হেনস্থা করে অভিযুক্ত।
এরপর মেয়েটির চিৎকারে সহযাত্রীদের ঘুম ভাঙে। ছুটে আসেন রেলের প্যান্ট্রি কর্মী, টিটি ও পুলিশ কর্মীরা। তাঁরাই অভিযুক্তকে কোচের মধ্যে আটক করে রাখেন।এরপর কানপুরে রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে কানপুর স্টেশনে রেল পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়। নাবালিকার পরিবারের তরফে রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযুক্ত তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। নির্যাতিতা নাবালিকা মা বলেন, “আমরা শুয়ে ছিলাম। ওই লোকটা বাথরুম থেকে বেরিয়ে আমার মেয়ের কাছে যায়। তারপর আমরা ওকে জিজ্ঞাসা করি কী হয়েছে। তখন ও বলে যে শরীরের খারাপ জায়গায় হাত দিয়েছে। সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে খবর দিই।” ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা।