এর আগে জুতোর মালা পাঠানো হয়েছিল! এবার শারদীয়ার ‘বিশেষ উপহার’ হিসেবে কুরিয়ারের মাধ্যমে ছেঁড়া-ফাটা জুতো পাঠানো হল বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে!
শুধু উপাচার্য একা নন, তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আরও ২৫ জনের বাড়িতেও পৌঁছেছে ‘অভিনব’ এই উপহার। তবে কে বা কারা এই উপহার পাঠিয়েছেন তা স্পষ্ট নয়। ছেঁড়া-ফাটা জুতোর সঙ্গে ছোট্ট চিরকুটে লেখা রয়েছে ;শারদীয়ার উপহার’। যাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে শোরগোল পড়ে গিয়েছে বিশ্বভারতীতে।
বিষয়টি প্রকাশ্যে আসতেই সমালোচনা, বিদ্রুপ দুইই সামনে আসছে। সাম্প্রতিক অতীতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক কাজকর্মের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন করেছেন পড়ুয়ারা। তাঁরাই এই কাজ করে থাকতে পারেন বলে মনে করছেন উপাচার্যের ঘনিষ্ঠ মহল। ওই মহলের মতে, তা না হলে উপাচার্য সহ তাঁর ঘনিষ্ঠ ২৫ জনকেই বেছে বেছে এমন ‘অভিনব’ উপহার কেন পাঠানো হবে?
মনে করা হচ্ছে, বিদ্যুৎবাবুর আমলে বিশ্বভারতীর প্রশাসনিক ব্যর্থতার প্রসঙ্গটি তুলে ধরতেই এই ধরনের কাজ করে থাকতে পারেন তারা। যদিও এই বিষয়ে এখনও বিদ্যুৎবাবুর কোনও প্রতিক্রিয়া মেলেনি। কারা এই কুরিয়ার জমা দিয়েছিল, সেবিষয়ে মন্তব্য করতে চাননি নানুর কীর্ণাহারের সংশ্লিষ্ট কুরিয়ার সার্ভিসের মালিকও।