এবার তামিলনাড়ুর রাজভবনের গেট লক্ষ্য করে পেট্রল বোমা ছোঁড়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এএনআই সূত্রে খবর, বুধবার দুপুর পৌনে ৩টে নাগাদ তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবির সরকারি বাসভবনের সামনে ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, কারুকা বিনোথ নামে এক ব্যক্তি রাজভবনের মূল ফটকের সামনে দুটি পেট্রল বোমা ছোঁড়েন। বিনোথ প্রথমে সাইদাপেট কোর্ট চত্বরে পার্ক করা মোটরসাইকেল থেকে পেট্রল চুরি করেন। তার পর সেটি বোতলে ভরে, আগুন ধরিয়ে ছোঁড়েন। আরও দুটি বোতল ছোঁড়ার আগে মূল গেটের সামনে পাহারায় থাকা পুলিশকর্মীরা তাঁকে ধরে ফেলে।
যদিও এই প্রথমবার নয়। এর আগেও এমন কাণ্ড ঘটিয়েছেন বিনোথ। ২০২২ সালে চেন্নাইয়ে বিজেপির কার্যালয়ে পেট্রল বোমা ছুঁড়েছিলেন তিনি। তখন তাঁকে গ্রেপ্তারও করে পুলিশ। হাজতবাসও হয় তাঁর। মাত্র তিনদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছিলেন বিনোথ।