উত্তর প্রদেশের কানপুরে এখটি সরকারি হাসপাতালে ১৪ জন শিশুকে সংক্রমিত রক্ত সঞ্চালন করা হয়। যার জেরে ওইসব শিশুদের মধ্যে এইডস, হেপাটাইটিস বি এবং সি-এর মতো রোগ তৈরি হয়। এই ঘটনা নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের পাশাপাশি উত্তর প্রদেশের যোগী সরকারকে নিশানা করেছেন।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ডাবল ইঞ্জিন সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে দ্বিগুণ অসুস্থ করে তুলেছে। নিজের এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন, উত্তর প্রদেশের কামপুরে একটি সরকারি হাসপাতালে থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১৪ টি শিশুকে সংক্রমিত রক্ত দেওয়া হয়। যে কারণে শিশুরা এইডস, হেপাটাইটিস বি ও সি-এর মতো গুরুতর রোগে আক্রান্ত হয়েছে। এই অবহেলা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন তিনি।
কংগ্রেস সভাপতি তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন, বিজেপি সরকারের ক্ষমার অযোগ্য অপরাধের শাস্তি ভোগ করতে হচ্ছে নিষ্পাপ শিশুদের। মঙ্গলবার মোদীজি দশ শপথ নেওয়ার কথা বলেছেন। এব্যাপারে তিনি (মোদী) কি কখনও বিজেপি সরকারের জবাব দেওয়ার ব্যাপারে কিছু বলেছেন, প্রশ্ন করেছেন খাড়গে।
প্রসঙ্গত মঙ্গলবার দিল্লির দ্বারকায় দশের অনুষ্ঠানে সব নাগরিককে ১০ টি শপথের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেগুলি হল, ডিজিটাল লেনদেন, পরিচ্ছন্নতা, দেশীয় পণ্য, মানসম্পন্ন পণ্য, প্রাকৃতিক চাষ, বাজরা, দেশীয় পর্যটন, ফিটনেস, জল সংরক্ষণ এবং কমপক্ষে একজন গরিবের সামাজিক মর্যাদা বাড়াতে প্রচার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।