এবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচ চলার সময় কয়েকজন পাক সমর্থকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াল পুলিশ। পাক সমর্থকদের অভিযোগ, খেলা চলার সময় ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলতে মানা করেছে ভারতীয় পুলিশ। তা নিয়ে বিতর্কের ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয় দেখা গেছে, গ্যালারিতে পাকিস্তানের জার্সি পরা একজনের সঙ্গে পুলিশের তর্কাতর্কি হচ্ছে। পুলিশের উর্দি পরা ব্যক্তিকে সেই পাক সমর্থক বলছেন, ‘পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচ হচ্ছে। পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেব না কেন।’ সেই পাকিস্তানি জার্সি পরা ব্যক্তিকে আরও বলতে শোনা যায়, ‘ভারত মাতা কি জয় বলতে পারলে পাকিস্তান জিন্দাবাদ বলা যাবে না কেন?’ তখন সেই পুলিশ সদস্য বলেন, ‘ভারত মাতা কি জয় বলা ভাল, কিন্তু পাকিস্তান জিন্দাবাদ বলা ভাল না।’ তখন সেই সমর্থক প্রত্যুত্তরে বলেন, ‘কেন নয়? পাকিস্তান থেকে এসেছি, পাকিস্তান খেলছে, তাহলে পাকিস্তান জিন্দাবাদ না বলে কী বলব?’
এরপর সেই সমর্থক ফোন বের করে বলেন, ‘আমি একটি ভিডিও বানাব। আপনি আমাকে বলছেন যে আমি পাকিস্তান জিন্দাবাদ বলতে পারব না।’ কিন্তু এর পর সেই পুলিশ আর কোনও উত্তর দেননি। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন খবর। তবে এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন পাকিস্তানি নেটিজেনদের একাংশ। যদিও ওই ঘটনার প্রেক্ষিতে ভারতীয় বোর্ড, আইসিসির তরফে কোনও মন্তব্য করা হয়নি। পাকিস্তানের অনেকেই টুইটে লেখেন, এই ধরনের ঘটনা মোটেই প্রত্যাশিত নয়।