মহাষষ্ঠীর সকালে হঠাৎই অগ্নিকাণ্ড ঘটল বোলপুরে। মধ্যবর্তী বাজার এলাকায় আগুন লাগল এক দর্জির দোকানে। ভস্মীভূত প্রায় কয়েক লক্ষ টাকার পোশাক। শুক্রবার সকালে আচমকাই স্থানীয়রা দেখতে পান ওই দোকান ঘরটিতে আগুন জ্বলছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুড়ে ছাই হয়ে গিয়েছে দোকানপাট।
প্রসঙ্গত, দোকানে প্রায় কয়েক লাখ টাকারও বেশি জিনিসপত্র ছিল বলেই জানিয়েছেন দোকান মালিক। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। দোকান মালিক রাজি আহমেদ বলেন, “পুজোর জন্যই প্রচুর জামা কাপড় বানানোর অর্ডার নেওয়া হয়েছিল। ডেলিভারি দেওয়ার আগেই অঘটন।” এই ঘটনায় ইতিমধ্যেই বোলপুর থানার অভিযোগ দায়ের করেছে দোকান কর্তৃপক্ষ। কীভাবে আগুন লাগল, পুলিশ ও দমকল তা খতিয়ে দেখছে।