এক শহর থেকে খুব শীঘ্রই যাতে কাছে অবস্থিত অন্য শহরে পৌঁছে যাওয়া যায়, তার জন্যে ভারতের প্রথম আঞ্চলিক সেমি-হাইস্পিড রেল পরিষেবা চালু হতে চলেছে আজ। শুক্রবার দিল্লি-গাজিয়াবাদ-মিরাট রুটে রিজিওনাল ব়্যাপিড ট্রানজিট সিস্টেম বা আরআরটিএস-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার আগে গতকালই এই ট্রেন পরিষেবার নাম বদলে রাখা হয়েছে নরেন্দ্র মোদীর নামেই। স্বাভাবিক ভাবেই মোদীর নামে ট্রেনের নামকরণ হওয়ায় তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস। হাত শিবিরের দাবি, নিজের প্রচারের কোনও সুযোগই ছাড়ছেন না মোদী।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘নমো স্টেডিয়ামের পরে এখন নমো ট্রেন। সত্যিই, তাঁর আত্মমগ্নতার কোনও সীমা নেই।’ এদিকে কংগ্রেস নেতা পবন খেরার বক্তব্য, ‘ভারত রাখারই বা দরকার কী? দেশের নাম বদলে নমো রাখলেই একেবারে মিটে যায়।’ উল্লেখ্য, গত ২০১৯ সালের ৮ মার্চ দিল্লি-গাজিয়াবাদ-মিরাট করিডরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। দিল্লি-গাজিয়াবাদ-মিরাট আরআরটিএস করিডরটি ১৭ কিমি দীর্ঘ। আজ উদ্বোধনের পর আগামিকাল, ২১ অক্টোবর থেকে যাত্রী পরিষেবা চালু হবে এই সিস্টেমে।