বিহারের মহাজোটকে ভয় পাচ্ছে বিজেপি! মঙ্গলবার এমনই মন্তব্য করলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। লালু পুত্র বলেন, ‘যদি বিজেপি নেতারা বিহারের জাতি ভিত্তিক জনগণনার রিপোর্ট নিয়ে সন্তুষ্ট না থাকেন তাহলে তাঁরা প্রধানমন্ত্রী মোদীকে দেশজুড়ে জাতিভিত্তিক জনগণনা করার কথা বলতে পারেন।’ তাঁর সংযোজন, যদিও এই ঘটনা ঘটবে না। কারণ প্রধানমন্ত্রী এবং তাঁর আমলারা চান না যে দেশে জাতি ভিত্তিক জনগণনা হোক।
আমরা বিহারে এই জনগণনা করেছি সঠিক তথ্য সহ। কাজেই এই বিষয়ে কেউ আপত্তি জানালেও আমরা তাতে গুরুত্ব দিচ্ছি না। তেজস্বীর দাবি, আমাদের সরকার কাজ এবং পরিষেবাতে বিশ্বাস করে। আমি বিজেপি নেতাদের কাছে জানতে চাই, তাঁরা যেসব রাজ্যে ক্ষমতায় আছেন সেখানে লক্ষ লক্ষ চাকরির কী হল? বিজেপি নেতৃত্ব খুব ভাল ভাবে জানেন যে তাঁরা বিহারে মহাজোটের সঙ্গে লড়াইতে এঁটে উঠবেন না। নরেন্দ্র মোদী, অমিত শাহ একবছরের জন্য বিহারে থেকে গেলেও তাতে মহাজোটের ওপর কোনও প্রভাব পড়বে না।