সামনেই বিধানসভা নির্বাচন মধ্যপ্রদেশে। আর তার আগে নবরাত্রির মধ্যেই হিন্দুত্ববাদী শিবিরের মেরুকরণ রাজনীতির নয়া কৌশল দেখা গেল মধ্যপ্রদেশে মন্দির শহর উজ্জয়িনীতে। সেখানে গরবা নাচের অনুষ্ঠানে অহিন্দুর প্রবেশাধিকার নিষিদ্ধ করেছেন উদ্যোক্তারা। অহিন্দুর প্রবেশ আটকাতে প্রবেশ পথে আধার কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। মুখে সব অহিন্দুর প্রবেশাধিকার আটকানোর কথা বলা হলেও উদ্যোক্তাদের কথাতেই স্পষ্ট তাঁরা আসলে মুসলিমদের আটকাতে চান। তাঁরা বলছেন, আমরা কোনও ধর্মের বিরুদ্ধে নই। তবে লাভ জিহাদ আটকাতেই অহিন্দুর প্রবেশাধিকার আটকাতে হয়েছে।
প্রসঙ্গত, নবরাত্রি উপলক্ষে বিখ্যাত মহাকাল মন্দিরের শহর উজ্জয়িনীতে গরবা’র আয়োজন করেছে সংকল্প সংস্কৃতি সংস্থা। হিন্দু জাতিয়তাবাদী সংস্থা আরএসএসের ছত্রছায়ায় থাকা এই সংস্থা বিগত কয়েক বছর ধরেই গুজরাতি নৃত্য গরবার আয়োজন করছে উজ্জয়িনীতে। দেশের অন্যত্রও চলছে গরবার আয়োজন। এবার তাতে নয়া মাত্রা পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা গান। উজ্জয়িনীর পুলিশ অহিন্দুদের গরবা অনুষ্ঠানে ঢুকতে না দেওয়ার বিষয়ে বলেছে, এটি একটি অসরকারি সংস্থার উদ্যোগ। সেখানে তারা নিজেদের মতো করে নিয়ম চালু করতেই পারে।