সামনেই দেশের লোকসভা নির্বাচন। আর তার আগে বারবার প্রকাশ্যে চলে আসছে বঙ্গ বিজেপির অন্তর্কলহ। বাঁকুড়ায় কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকারকে তালাবন্দি করে রাখা থেকে দলের সাংগঠনিক রদবদল নিয়ে বিজেপি বিধায়ক অসীম সরকারের ফেসবুকে ক্ষোভ প্রকাশ— লোকসভা নির্বাচন যত এগোচ্ছে ততই এমন সব ঘটনা চিন্তা বাড়াচ্ছে গেরুয়া শিবিরের। এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি দিয়ে এ রাজ্যের বেশ কিছু নেতাকে অপসারণের দাবি জানালেন কর্মীরা। ইতিমধ্যে সেই চিঠি রওনা দিয়েছে দিল্লির উদ্দেশ্যে স্পিড পোস্টের মাধ্যমে।
প্রসঙ্গত, যত দিন যাচ্ছে বিজেপির অন্তর্কলহ ততই যেন স্পষ্ট হচ্ছে। কারও অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ করেও মেলেনি যথাযথ সম্মান। আবার কেউ বলছেন, অন্যদল থেকে উড়ে এসে জুড়ে বসা নেতাদেরই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এমনকী নিজেদের দলেরই উচ্চ পদাধিকারীদের নামে গো-ব্যাক স্লোগান দিতেও পিছপা হননি বারাসত ও বীরভূমের বিজেপি কর্মীরা। এবার চিঠি দিয়ে অপসারণের দাবিও তুলছেন তাঁরা। দীর্ঘ কয়েক পাতার চিঠি পাঠিয়ে দলের সর্বভারতীয় সভাপতির কাছে বঙ্গের বেশ কিছু নেতা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ অভিযোগ লিখিতভাবে পেশ করলেন গেরুয়া শিবিরের কর্মীদের একাংশ।