ভারত-পাক ম্যাচের আগে তারকা খচিত গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর তা নিয়েই প্রশ্ন তুললেন গুজরাতের বিধায়ক জিগনেশ মেভানি। তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা এক জিনিস। কিন্তু যে দেশের বিরুদ্ধে সন্ত্রাবাদী কার্যকলাপের অভিযোগ করে আসছি, তাদের সঙ্গে ব্যান্ড বাজা বারাত খেলা পুরোপুরি ভিন্ন এক বিষয়।’
উল্লেখ্য, আজকে দুপুর ২টো থেকে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ। এর আগে বেলা সাড়ে ১২টা থেকে স্টেডিয়ামেই জাকজমক গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে থাকবেন বর্তমান জমানার ভারতের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। আর এই গানের অুষ্ঠান নিয়েই ‘মূল সমস্যা’ কংগ্রেস বিধায়কের।
জিগনেশ মেভানির অভিযোগ, এই গানের অনুষ্ঠানের আয়োজন করে দেশের শহিদদের পরিবারকে অসম্মান করছে বিসিসিআই। উল্লেখ্য, বর্তমানে বিসিসিআই-এৎ সচিব হলেন জয় শাহ। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে। কার্যত বিসিসিআই-এর সব সিদ্ধান্ত নেন জয় শাহ নিজেই। এই আবহে জিগনেশের এই তোপ বেশ তাৎপর্যপূর্ণ বটে।