দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিক্সের আসরে ফিরতে চলেছে ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে দেখা যেতে পারে বাইশ গজের যুদ্ধ। প্রতিযোগিতায় ক্রিকেট অন্তর্ভুক্ত করার প্রস্তাবে শুক্রবার সরকারী ভাবে সম্মতি দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি। সোমবার এই বিষয়ে সরকারি ঘোষণা করা হবে। অলিম্পিক্সে এর আগে এক বারই ক্রিকেট আয়োজিত হয়েছে। ১৯০০ সালে। অর্থাৎ, ১২৮ বছর পরে আবার ব্যাট-বলের খেলা দেখা যেতে পারে বিশ্বের সব থেকে বড় প্রতিযোগিতায়। ১৯০০ সালে প্রথমে চারটি দেশ নাম দিয়েছিল। গ্রেট ব্রিটেন, ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়াম। কিন্তু পরে নেদারল্যান্ডস ও বেলজিয়াম নাম তুলে নেওয়ায় গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে একটিই খেলা হয়। সেটিই ফাইনাল। সে বার প্রতিটি দলে ১২ জন করে ক্রিকেটার ছিল। সেই খেলা হয়েছিল দু’দিন ধরে।
প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার কথা চলছিল। আবেদন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডও। কিন্তু সিদ্ধান্ত চূড়ান্ত হচ্ছিল না। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার আশা দেখা যায়। আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সভাপতি থমাস বাকের নেতৃত্বে বৈঠকে অবশেষে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব মেনে নেওয়া হয়। এ বার ভোটাভুটির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সিদ্ধান্ত জানা যাবে সোমবার। তবে শুধু ক্রিকেট নয়, সফ্টবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোসে ও স্কোয়াশকেও ২০২৮ সালের অলিম্পিক্সে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে সম্মতি দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি।