রাজস্থান বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে ৪১ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে বিজেপি। এই তালিকাকে কেন্দ্র করে দ্বন্দ্ব চরম আকার নিয়েছে রাজস্থান বিজেপিতে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বিজেপি শিবির থেকে স্লোগান উঠেছে, ‘দলকে হারান, পুরস্কার পান’।
বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে রাজস্থান বিজেপি প্রথম তালিকায় ৪১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল। যার মধ্যে ৭ জন সাংসদকে টিকিট দেওয়া হয়েছিল। কিন্তু সেই ৭ জন সাংসদের মধ্যে ৬ জন স্থানীয় নেতা ও সমর্থকদের বিরোধিতার মুখে পড়েছেন। বিধানসভা নির্বাচনে সাংসদদের প্রার্থী করার কৌশল বিজেপির কাছে বুমেরাং হয়ে উঠেছে। জালোর-শিরোহি থেকে বিজেপি সাংসদ এবং সাচৌর বিধানসভা কেন্দ্র থেকে ঘোষিত প্রার্থী দেবজি প্যাটেলের কনভয়ের উপর পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। পাশাপাশি সাংসদ দেবজি প্যাটেলকে টিকিট দেওয়ায় ক্ষুব্ধ বিজেপি কর্মীরা তার কনভয় থামিয়ে কালো পতাকা দেখায়।
একই সময়ে, জয়পুরের প্রাক্তন বিধায়ক রাজপাল সিং শেখাওয়াতের সমর্থকরা পার্টি অফিসের বাইরে বিক্ষোভ দেখান এবং তাকে ঘোটওয়ারা আসনে টিকিট দেওয়ার দাবি জানান। ঘোটওয়ারা আসনে সাংসদ রাজ্যবর্ধন সিং রাঠোরকে প্রার্থী করেছে বিজেপি। এছাড়াও বিদ্যাধর নগর আসনের বর্তমান বিধায়ক নরপত সিং রাজভির সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। প্রথম তালিকায় রাজভির পরিবর্তে এই আসন থেকে রাজসমন্দের সাংসদ দিয়া কুমারীকে প্রার্থী করেছে দল। পাঁচবারের বিধায়ক রাজভি প্রাক্তন উপরাষ্ট্রপতি ভৈরো সিং শেখাওয়াতের জামাতা। বানসুর এবং তিজারাতেও একই দৃশ্য দেখা গিয়েছে। এখানে, বানসুর থেকে প্রাক্তন ইউআইটি চেয়ারম্যান দেবী সিং শেখাওয়াত এবং তিজারা থেকে সাংসদ বালক নাথকে টিকিট দেওয়ার তাঁর বিরুদ্ধে সমর্থকরা বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তিজারার প্রাক্তন বিধায়ক মামন সিং যাদব এবং মহেন্দ্র যাদব, যিনি গত বিধানসভা নির্বাচনে বানসুর থেকে বিজেপি প্রার্থী ছিলেন, বিদ্রোহ শুরু করেছেন।
বিজেপির জাতীয় কাউন্সিলের সদস্য মহেন্দ্র যাদবকে বিজেপি প্রার্থী না করায় কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ রয়েছে। জানা যাচ্ছে, মহেন্দ্র যাদব নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়তে পারেন। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বানসুর থেকে দেবী সিং শেখাওয়াত কে বিজেপি প্রার্থী করার বিরুদ্ধে মহেন্দ্র যাদবের অনুগামীরা বিদ্রোহ শুরু করেছে। প্রথম প্রার্থী তালিকা ঘোষিত হওয়ার পর মহেন্দ্র যাদবের শত শত সমর্থক তাঁর অফিসে পৌঁছে যাদবকে নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার দাবি তুলেছেন। যাদবের অনুগামীরা স্লোগান দিচ্ছেন, ‘বিজেপিকে হারান এবং পুরস্কার পান’। তবে মহেন্দ্র যাদব এখনও নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করেননি। উল্লেখ্য, এবার বিজেপির প্রথম প্রার্থী তালিকায় গতবারের ২৯ জন বিধায়কের টিকিট বাতিল করা হয়েছে।