এবার রাজ্যের রেশন দোকানগুলিতে বাংলা সহায়তা কেন্দ্র (বিএসকে) চালু করতে চেয়ে নবান্নে প্রস্তাবের ফাইল পাঠাল রাজ্য খাদ্য দফতর। এই বিএসকে চালু হলে মানুষের কী কী উপকার হতে পারে সেটাও উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, বিএসকে দিয়ে এখন রাজ্য সরকারের ৪০টি দফতরের ৩২৩টি পরিষেবা অনলাইনে মিলছে। তার জন্য কোনও টাকা লাগে না। রাজ্যজুড়ে এখন ৩৬০০টি বিএসকে রাজ্য সরকার নিজে চালায়।
খাদ্য দফতর সূত্রে খবর, বাংলার রেশন দোকানগুলিতে কমন সার্ভিস সেন্টার চালু করতে রাজি নয় রাজ্য সরকার। পরিবর্তে বিএসকে চালুর প্রস্তাব পৌঁছে গিয়েছে নবান্নে। কমন সার্ভিস সেন্টার চালুর জন্য কেন্দ্রীয় সরকারের চাপ রয়েছে। এই পরিষেবার চাহিদা বুঝতে সমীক্ষা চায় কেন্দ্রীয় সরকার। তাই তারা রাজ্যের সাহায্যপ্রার্থী। সমীক্ষার ক্ষেত্রে সহায়তা করতে রাজ্যের কোনও আপত্তি নেই। কিন্তু চালু করার ক্ষেত্রে আপত্তি আছে। বরং বিএসকে চালুর ক্ষেত্রে রাজ্য সরকারের কোনও খরচ হবে না। তাই রেশন দোকানে বিএসকে চালুর প্রস্তাব পাঠানো হয়েছে।