সল্টলেকের পর এবার মুরলীধর সেন লেন। দলের একাংশ নেতৃত্বর বিরুদ্ধে ক্ষোভ জানাতে এবার বিজেপির রাজ্য অফিসে হাজির হলেন জেলার একাংশ কর্মী। প্ল্যাকার্ড হাতে নেতৃত্বর একাংশ নামোল্লেখ করে বিক্ষোভ শুরু করেছেন তাঁরা। ঘটনার জেরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সংশ্লিষ্ট এলাকায়। গোটা বিষয়টিকে ঘিরে অস্বস্তিতে নেতৃত্ব।
‘বিজেপি বাঁচাও মঞ্চ’ গড়ে এদিন বিজেপির রাজ্য অফিসের সামনে হাজির হয়েছেন বিক্ষুদ্ধ কর্মীরা। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাংশ নেতৃত্বর বিরুদ্ধে সরাসরি ক্ষোভ প্রকাশ করে তাঁরা বলছেন, ‘লোকসভা ভোটের আগে সাংগঠনিক রদবদলের নামে জেলায় জেলায় বিজেপিকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এরই প্রতিবাদে আমাদের এই ম়ঞ্চ’।
সূত্রের খবর, বিক্ষোভ দেখানোর পাশাপাশি বৃহস্পতিবার দুপুরে বিজেপি পার্টি অফিসের সামনে সভাও করবেন তাঁরা। বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া থেকে বেশ কিছু কর্মী এদিন হাজির হয়েছেন বিজেপির রাজ্য অফিসে। বীরভূমের নানুরের এক ব্যক্তি, নিজেকে বিজেপির সক্রিয় কর্মী দাবি করে বলেন, ‘পার্টি করতে গিয়ে ২০১৯ সালে তৃণমূলের সন্ত্রাসে আমার ভাই খুন হয়ে গেল। অথচ আজও নেতৃত্বর কাউকে পাশে পেলাম না’।
লোকসভা নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি বঙ্গ বিজেপির অন্দরে জেলায় জেলায় ঘটেছে সাংগঠনিক রদবদল। নেতৃত্বর এই রদবদলেই বিস্তর পক্ষপাতিত্বের অভিযোগে সম্প্রতি সরব হয়েছিলেন একাংশ কর্মী। সাংগঠনিক রদবদলকে ঘিরেই বুধবার সন্ধেয় রীতিমতো তুলকালাম কাণ্ড বেঁধে গিয়েছিল বিজেপির সল্টলেকের অফিসে।