বিশ্বকাপের মঞ্চেই মুছে গেল আইপিএলের শত্রুতা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন নিজেদের দলের হয়ে খেলার সময় ঝামেলায় জড়িয়েছিলেন বিরাট কোহলি এবং নভীন উল হক। বিশ্বকাপে দেশের জার্সিতে তাঁদের মধ্যে দেখা গেল সৌহার্দ্যের চিত্র। ম্যাচের দিন একে অপরকে জড়িয়ে ধরলেন এবং হাত মেলালেন তাঁরা। নভীনের পিঠ চাপড়ে দেন বিরাট। ম্যাচের পর বিরাটের ভূয়সী প্রশংসা করলেন নভীন। তিনি বলেছেন, “ও দারুণ মানুষ। খুব ভাল ক্রিকেটার। ম্যাচের পর আমরা হাত মিলিয়েছি। মাঠের ভেতরে অনেক ঘটনাই ঘটে থাকে। কিন্তু মাঠের বাইরে আমাদের মধ্যে কোনও বিরোধিতা নেই। লোকজন এটাকে বড় করে দেখায়। নিজেদের ফলোয়ারের সংখ্যা বাড়ানোর চেষ্টা করে।”
পাশাপাশি, আফগান বোলারের বক্তব্য, “কোহলি আমাকে বলল পুরনো সব জিনিস ভুলে যেতে। আমিও বললাম, সব ভুলে গিয়েছি। তার পরে হাত মিলিয়ে একে অপরকে জড়িয়ে ধরি আমরা।” আইপিএলে সেই ম্যাচের পরে বিরাট এবং নভীনের জরিমানা হয়। শুধু তাই নয়, সমাজমাধ্যমে ব্যাপক কটাক্ষের শিকার হন আফগানিস্তানের পেসার। এমনকী বুধবারের ম্যাচেও নবীন ব্যাট বা বল করার সময় বিরাটের নাম ধরে চিৎকার করেছেন সমর্থকেরা। শেষমেশ দুই ক্রিকেটারের আচরণই ইতি টানল সেই উত্তাপে।