পায়ে চোট এখনও সারেনি। চিকিৎসকদের পরামর্শে বিশ্রাম নিচ্ছেন বাড়িতে। মহালয়ার আগে এবার ভার্চুয়ালি পুজোর উদ্বোধনে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার বিকেলে কালীঘাটের বাড়ি থেকে কলকাতা ও জেলার বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করবেন তিনি।
আর গোনা কয়েকটা দিন। পুজো আসছে। শহরের উৎসবে আমেজ। প্রতিবছর পুজোর উদ্বোধন করেন মুখ্য়মন্ত্রী। সশরীরে হাজির হন বিভিন্ন প্য়ান্ডলে। এমনকী, দেবীর চোখও আঁকেন। কিন্তু এবার বাদ সেধেছে শারীরিক অসুস্থতা। সেকারণেই ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
প্রথম দিন শ্রীভূমি-সহ কলকাতার ৬টি পুজোর উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। লালবাজার জানিয়েছে, মুখ্যমন্ত্রী এ বার কলকাতা পুলিশ এলাকার ৫০টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন বাড়ি থেকেই করবেন।
লক্ষ্য, রাজ্যে বিনিয়োগ আনা। সেপ্টেম্বরে স্পেন ও দুবাই সফরে গিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। তখন ফের চোট লাগে বাঁ পায়ের হাঁটুতে। বিদেশ থেকে ফিরেই এসএসকেএম হাসপাতালে যান মুখ্য়মন্ত্রী। তাঁকে বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। যতটা সম্ভব হাঁটচলা বন্ধ রাখতে বলা হয়েছে।