দাপটের সঙ্গেই বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আফগানদের হারিয়ে দিল টিম ইন্ডিয়া। একগুচ্ছ রেকর্ড গড়লেন অধিনায়ক রোহিত শর্মা। আফগানিস্তান বোলিংকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন তিনি। দিল্লীতে জিতে এবার ভারতের গন্তব্য। সেখানেই বিশ্বকাপের সব থেকে মেগা ম্যাচ। পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হবে ভারত। বুধবার আফগানিস্তান প্রথমে ব্যাট করে তোলে ৮ উইকেটে ২৭২ রান। শাহিদি ৮০ ও ওমরজাই ৬২ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে বিধ্বংসী মেজাজে ধরা দিলেন রোহিত। ক্রিস গেইলের সর্বাধিক ছক্কার রেকর্ড ভেঙে বিশ্বরেকর্ডের মালিক হলেন। বিশ্বকাপে সর্বাধিক সেঞ্চুরি লেখা তাঁর নামের পাশে। বিশ্বকাপে হাজার রানের মাইলস্টোনও টপকে গেলেন তিনি। সেই সঙ্গে এগিয়ে রাখলেন দলের নেট রান রেটও।
এদিন ৬৩ বলে সেঞ্চুরি করেন রোহিত। ভারতীয়দের মধ্যে যা ওডিআই ফরম্যাটে চতুর্থ দ্রুততম সেঞ্চুরি। বিশ্বকাপে সাতটি সেঞ্চুরি হয়ে গেল তাঁর। আফগানদের বিরুদ্ধে নামার আগে বিশ্বকাপে হাজার রান থেকে ২২ রান দূরে ছিলেন রোহিত। হাজার রানের মাইলফলকও টপকে গেলেন। ক্রিস গেইলের সব চেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড টপকে নতুন রেকর্ডের মালিক হলেন তিনি। ঈশান কিষাণের সঙ্গে ওপেনিং জুটিতে ১৫৬ রান জুড়লেন। মাত্র ১৮.৪ ওভারে ভারত এই রানে পৌঁছয়। ঈশান কিষাণ অল্পের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া করেন। ৪৭ রানে ফেরেন তিনি। রোহিত শর্মাকে কিন্তু থামানো যায়নি। তিনি যখন থামলেন তখন ভারতের শিবিরে জয়ের গন্ধ ম ম করছে। মাত্র ৮৪ বলে ১৩১ রান করেন রোহিত। রশিদ খানের গুগলিতে ঠকে গিয়ে বোল্ড হন হিটম্যান। বাকি কাজটা সারেন বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার। ঘরের মাঠে সবাই দেখতে এসেছিলেন বিরাট-ব্যাটিং। বিরাট খেললেন ৫৫ রানের অপরাজিত ইনিংস। সেই সঙ্গে নবীন উল হকের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত ইতি টানল সব বিতর্কে। স্টেডিয়াম ফেটে পড়ল হাততালিতে। ১৫ ওভার বাকি থাকতে ভারত ম্যাচ জিতে নিল ৮ উইকেটে। নেট রান রেটে পাকিস্তানকে টপকে ভারত উঠে এল দু-নম্বরে।