প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে নিয়ে ধুন্ধুমার কাণ্ড লখনউয়ে। শহরের জয়প্রকাশ নারায়ণ ইন্টারন্যাশনাল সেন্টারে অখিলেশকে ঢুকতে বাধা দেয় পুলিশ। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আটকাতে সংস্থার সব গেটেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে যোগী আদিত্যনাথের সরকার। কিন্তু পুলিশকে ফাঁকি দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিতরে ঢুকে পড়েন। সেই সঙ্গে কম্পাউন্ডে দাঁড়িয়ে সাংবাদিক বৈঠকও করেন অখিলেশ। আর এতেই প্রশ্নের মুখে পড়েছে লখনউ পুলিশ।
বুধবার দেশের সমাজবাদী রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র জয়প্রকাশ নারায়ণের জন্মজয়ন্তী। জরুরি অবস্থার আগে-পরে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে বিরোধীদের ঐক্যবদ্ধ করার পিছনে বিহারের এই নেতার অবদান ছিল সবচেয়ে বেশি। তাঁর সম্পূর্ণ ক্রান্তির ডাকে শামিল হয়েছিল কংগ্রেস বিরোধী সব দল। উত্তরপ্রদেশে সমাজবাদী শিবিরেও জয়প্রকাশ প্রাতঃস্মরণীয় নাম।
অখিলেশ মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০১৬ সালে লখনউয়ে জয়প্রকাশ নারায়ণ ইন্টারন্যাশনাল সেন্টারটি গড়েন। সেটির উদ্বোধন করেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা জয়প্রকাশের শিষ্য মুলায়ম সিং যাদব। কিন্তু যোগী সরকার ক্ষমতায় আসার পরই ওই সেন্টার নিয়ে বিবাদ শুরু হয়। বিজেপির অভিযোগ, সেন্টারটি নির্মাণে বিপুল অর্থ নয়ছয় হয়েছে। তদন্তে স্পেশাল অডিট চলছে।
অখিলেশ সিদ্ধান্ত নেন ওই সেন্টারেই জয়প্রকাশের মূর্তিতে ফুল-মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন। কিন্তু লখনউ প্রশাসন তাঁকে জানিয়ে দেয় সেখানে ঢোকার অনুমতি নেই। কেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সরকারি প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন না তা নিয়ে সকাল থেকে বিবাদ চলছে সরকার ও প্রধান বিরোধী দলের। অখিলেশই রাজ্যের বিরোধী দলনেতা। পুলিশ তাঁকে অনুমতি না দেওয়ার কারণ হিসাবে নিরাপত্তার ঝুঁকির কথা বললেও তা কারও কাছেই গ্রহণযোগ্য হয়নি।