মহাত্মা গান্ধীর বিকৃত অবয়বকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ও উত্তেজনা ছড়াল যোগীরাজ্যে। কিম্ভূতকিমাকার গান্ধীমূর্তি দেখে ক্ষোভে ফেটে পড়ল মীরাটের জনতা। জনরোষ ক্রমশ বাড়তে থাকায় সামাল দিতে মূর্তি সরিয়ে দিতে বাধ্য হল পুরসভা। ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করা মহাত্মা মূর্তির ভয়াবহ মুখের ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। যা ঘিরে প্রবল বিপাকে প্রশাসন। গান্ধীজয়ন্তী উপলক্ষে অভিনব পদক্ষেপ নিয়েছিল মীরাট পুরসভা। তেলের ড্রাম, নাট বল্টু, অটো রিকশার চাকার মতো জিনিস দিয়ে মহাত্মার মূর্তি গড়ে, ২রা অক্টোবর কমিশনারেট স্কোয়্যারে বসিয়েছিল। কিন্তু সেই মূর্তি দেখে মাথাচাড়া দেয়ে অসন্তোষ।
প্রসঙ্গত উল্লেখ্য, দিনসাতেক আগেই পুরসভার জোন কমিশনার অফিসের বাইরে ওই মূর্তিটি স্থাপন করা হয়। খরচ পড়েছিল ১.৩ লক্ষ টাকা। এটা আসলে মীরাট পুরসভার ‘কাবাড় সে জুগাড়’ প্রকল্পেরই অংশ। কিন্তু জনরোষের মুখে পড়ে সরিয়ে নেওয়া হল মূর্তিটি। কিন্তু বিতর্ক অব্যাহতই রয়েছে। “মূর্তিটি স্থানীয় প্রতিক্রিয়ার জন্যই স্থাপন করা হয়েছিল। স্থায়ীভাবে রাখার জন্য নয়। এটাকে এবার পুনর্বিন্যাস করে অন্য কোনও স্থানে স্থানান্তরিত করা হবে”, জানিয়েছেন অতিরিক্ত পুর কমিশনার প্রমোদ কুমার।