দামামা বেজে গিয়েছে ২০২৩ সালের অন্যতম হাইভোল্টেজ বিধানসভা ভোট পর্বের। ভোট হতে চলেছে রাজস্থান সমেত একাধিক রাজ্যে। এদিকে, কংগ্রেস শাসিত রাজস্থানে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই বিজেপি পেশ করেছে তার প্রথম প্রার্থী তালিকা। তবে প্রার্থী তালিকা পেশ হওয়ার পরই রাজস্থানের বিজেপিতে কোন্দলের ছবি উঠে এল। প্রার্থীপদের টিকিট আসা করেও পাননি এমন ৫ বিজেপি নেতার সমর্থকরা মঙ্গলবার প্রতিবাদের ঝড় তোলেন। এক প্রার্থী হতে আশাবাদী নেতা দলের পতাকা পর্যন্ত পুড়িয়ে দেন।
রাজস্থানের ঝোতওয়ারা কেন্দ্রে বিজেপির প্রার্থী করা হয়েছে রাজ্যবর্ধন সিং রাঠৌরকে। সেখানের বিজেপি বিধায়ক রাজপাল সিং শেখাওয়াত খোলাখুলিই প্রতিবাদে নেমেছেন দলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে। তাঁর দাবি, এলাকায় বিজেপি যাঁকে ‘প্যারাশুট’ প্রার্থী বানিয়েছে, তাঁর হাত থেকে ওই বিধানসভা কেন্দ্রকে বাঁচাতেই তাঁর এই প্রতিবাদ। জানা গিয়েছে, রাজস্থানের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক রাজপাল সিং শেখাওয়াত মরুভূমের বিজেপি নেত্রী বসুন্ধরা রাজের ঘনিষ্ঠ। সোমবার রাতেই রাজের সঙ্গে শেখাওয়াতের সাক্ষাৎ হয়েছে বলে খবর। বিজেপি তাঁকে টিকিট না দিতেই রাজের দ্বারস্থ হন শেখাওয়াত।
এদিকে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে শেখাওয়াত বলেন, ‘৪১ জন প্রার্থীর নাম ঘোষণা হয়েছে, ১০ জনই বিদ্রোহী।’ এদিকে, অপর বিদ্রোহী বিজেপি নেতা মুকেশ গোয়েলও মুখ খুলেছেন। ২০১৮ সালে তিনি রাজস্থানের কোটাপুতলি থেকে ভোটে দাঁড়িয়েছিলেন ও নির্বাচনে হেরে যান। তিনি বলছেন, ‘রাজস্থানে বিজেপি এবার হারবে’। তাঁর দাবি, ‘রাজস্থানে ৪০-৫০ টি আসনে থেমে যাবে বিজেপি।’