তৃণমূলের রাজভবন অভিযানের দিন রাজ্যপাল রাজভবনে উপস্থিত না থাকায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত ৫ দিন ধরে রাজভবনের উত্তর গেটের সামনে ধর্না মঞ্চ বেঁধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরা। যদিও এখনও পর্যন্ত রাজ্যপালের দেখা পাননি কেউই।
গতকাল শনিবার কলকাতায় ফেরার আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রশ্ন তুলেছিলেন, কীভাবে রাজভবনের সামনে ১৪৪ ধারা থাকা সত্ত্বেও সেখানে আন্দোলনের অনুমতি পায় তৃণমূল! এ ব্যাপারে মুখ্য সচিবের কাছে কৈফিয়ৎ তলব করেছিলেন তিনি। তারপর আজ সোমবার কোর্ট খুলতেই কলকাতা উচ্চ আদালতে এ বিষয়ে মামলা দায়ের করার অনুমতি চেয়েছিল বিজেপি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএসসি শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি চেয়েছিল গেরুয়া শিবির। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই সেই আবেদন নাকচ করে দিয়েছে হাইকোর্ট। ফলে ফের আদালতে ধাক্কা খেতে হল তাদের।