বাংলায় প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই বেকারত্ব হ্রাসে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্পায়ন এবং কর্মসংস্থানই যে পাখির চোখ, তাঁর সরকারের আগের দু’দফায় তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। করোনা অতিমারি পরিস্থিতিতেও বাংলায় থেমে ছিল না কর্মসংস্থান। এবার পুজোর আগে ফের রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।
উত্তর দিনাজপুরে গভর্মেন্ট মডেল স্কুল গোয়ালপুকুর -১ ও গোয়ালপুকুর-২-তে অতিথি শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, বেশ কয়েকটি বিষয়ের জন্য অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। শিক্ষকদের নির্দিষ্ট সময়কালের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। জানা গিয়েছে, ইংরেজি ,বাংলা, ভূগোল, পদার্থবিজ্ঞান, গণিত ইত্যাদি বিষয়ে অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউটি হবে ইসলামপুর সাব ডিভিশন অফিসে আগামী ৯ নভেম্বর। আবেদন করার জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়াও সরকারি কোনো প্রতিষ্ঠানে বিএড ট্রেনিং নেওয়া থাকতে হবে।