এবার পুর নিয়োগ দুর্নীতি মামলায় রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের অফিসে হানা দিল সিবিআই। জানা গিয়েছে, যে কটি জায়গায় এখনও পর্যন্ত সিবিআই আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হল রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের অফিস।
এই মুহূর্তে তিনি বিজেপির বিধায়ক হলেও, তার আগে তিনি রানাঘাট পৌরসভার চেয়ারম্যান ছিলেন। ২০২১ সালের জানুয়ারি মাসে তাঁকে ওই জেলায় সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আর তারপর একুশের নির্বাচনে বিজেপির টিকিটে লড়ে তিনি জয়ী হন। কিন্তু রানাঘাট পৌরসভায় তাঁর সময়েই নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। সেই কারণেই তাঁর কার্যালয়ে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা।